তালেবানের হামলায় আফগান নিরাপত্তাবাহিনীর ২৩ সদস্য নিহত
আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে তালেবানের বেশ কয়েকটি হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২৩ সদস্য নিহত ও ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সার-ই-পালে হামলাগুলো চালায় আফগান তালেবান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার শেষরাতে আফগান নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে অতর্কিতে হামলা চালায় তালেবান। এ সময় নিরপত্তা বাহিনীর সঙ্গে কয়েকে ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে এ হতাহতের ঘটনা ঘটে।
তালেবানের হামলায় আফগান গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ ও সেনাবাহিনীর দু’জন কমান্ডার নিহত হয়েছেন। আফগানিস্তানের সার-ই-পালের প্রাদেশিক পরিষদের সদস্য মোহাম্মদ আসিফ সাদিকি দেশটির স্থানীয় একটি বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছেন।
প্রাদেশিক পরিষদের সদস্য আসিফ সাদিকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটায় তালেবান পৃথক দুটি এলাকায় হামলাগুলো চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এদিকে তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ হামলার দায় স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে আফগানিস্তানের নানগারহার প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের হামলায় কমপক্ষে ১২ সেনা নিহত হন। বিগত কয়েক মাসে তালেবানের হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন।
এসএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠিতে ভারতের ‘নো কমেন্ট’
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা