ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মধ্যপ্রদেশের কয়লা খনিতে হীরার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:১৯ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮

ভারতের মধ্যপ্রদেশের একটি কয়লা খনিতে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের একটি হীরার সন্ধান পাওয়া গেছে। ওজন ৪২.৫৯ ক্যারেট।

মধ্যপ্রদেশের পান্নার কৃষ্ণকল্যাণপুর এলাকার একটি কয়লা খনি থেকে মিলেছে হীরাটি।

তবে এই হীরার পেছনে রয়েছে অন্য ঘটনাও। কৃষ্ণকল্যাণপুর এলাকায় একটি কয়লা খনি লিজ নিয়েছিলেন মোতিলাল প্রজাপতি নাম এক ব্যক্তি। সেই খনি থেকেই মিলেছে এই হীরা।

পান্নার মাইনিং অ্যান্ড ডায়মন্ড অফিসার সন্তোষ সিংহ বলেন, কর এবং রয়্যালটি বাদ দিয়ে হীরা বিক্রির বাকি টাকা দেয়া হবে প্রজাপতিকে।

diamond3

উত্তরপ্রদেশের ঝাঁসির এক বাসিন্দা রাহুল আগরওয়াল এই হীরা কিনেছেন স্থানীয় নিলাম ঘর থেকে।

এই নিলামে ছিল প্রায় ১৬০টি হীরা। সব মিলিয়ে প্রায় ২০৩ ক্যারেটের ওজনের হীরা ছিল এই নিলামে।

তবে এখানেই শেষ নয়। শনিবার ওই এলাকারই অন্য একটি খনি থেকে ১৮.১৩ ক্যারেটের একটি হীরা পেয়েছেন রাধেশ্যাম সোনি নামে এক ব্যক্তি।

ওই হীরাটিকেও নিলামে তোলা হবে। পান্নায় প্রায় ১২ লাখ ক্যারেটের হীরা মজুত রয়েছে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বিএ/এমকেএইচ

আরও পড়ুন