ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮

শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের পশ্চিমাঞ্চলে আতঙ্কিত লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। দেশটিতে সাম্প্রতিক সময়ে সুন্দা স্ট্রেইট দ্বীপে সুনামিতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

সুনামির ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এর মধ্যেই ভূমিকম্পের ঘটনায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

ইন্দোশিয়ার কর্তৃপক্ষ বলছে, শুক্রবারের ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। বেশ কয়েক সেকেন্ড ধরেই তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮ বলে উল্লেখ করেছে।

প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মানোকোয়ারির শহরের কাছে স্থল এলাকায় ভূমিকম্পটি আঘাত হেনেছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, ওই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোন আশঙ্কা নেই।

দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানিয়েছেন, প্রায় ছয় সেকেন্ড ধরে কম্পন অনুভব করেছেন মানোকোয়ারি সেলাতান এলাকার মানুষ। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় তারা বাড়ি-ঘর এবং ভবন থেকে পালাতে শুরু করেন।

টিটিএন/এমএস

আরও পড়ুন