ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তাজমহলের ঝাড়বাতি ধসের ঘটনায় তদন্ত

প্রকাশিত: ১১:১৫ এএম, ২২ আগস্ট ২০১৫

তাজমহলের প্রধান ফটকে ব্রিটিশ আমলে স্থাপিত একটি ঝাড়বাতি ধসে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই)। ১৭ শতকের মুঘল স্থাপত্য তাজমহল থেকে ৬০ কিলোগ্রাম ওজনের ঝাড়বাতিটি বুধবার ধসে পড়ে। খবর এনডিটিভি।

ব্রিটিশ শাসনের সময় ৬ ফুট লম্বা ও ৪ ফুট প্রশস্ত ঝাড়বাতিটি উপহার দেন লর্ড কার্জন। এরপর ১৯০৫ সালে তাজমহলের প্রধান গেটে এটি স্থাপন করা হয়। যা গত বুধবার ধসে পড়ে।

ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সুপারিনটেন্ডিং প্রত্নতত্ত্ববিদ ভুবন বিক্রম সিংয়ের নেতৃত্বে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ ঝাড়বাতিটি ধসে পড়ার কোনো কারণ এখন পর্যন্ত জানায়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি নষ্ট হয়ে ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার বিক্রম সিং জানান, ঝারবাতিটি পরীক্ষা করে দেখার পর এটি পুনরায় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে কর্তৃপক্ষের অবহেলার কারণেই বাতিটি ধসে পড়েছে বলে পর্যটকদের অনেকেই অভিযোগ করেছেন।

এসঅাইএস/এমআরআই