অপহরণের ৩২ বছর পর উদ্ধার হলেন আর্জেন্টিনার এই নারী
১৩ বছর বয়সে আশির দশকে অপহরণের শিকার হয়েছিলেন আর্জেন্টিনার এক নারী। সম্প্রতি আর্জেন্টিনা ও বলিভিয়া পুলিশের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। ওই নারীর বয়স এখন ৪৫ বছর। খবর বিবিসির
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শুরুতেও পুলিশ জানত না ওই নারী কোথায় আছেন। তবে মাসখানেক আগে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, ওই নারী ও তার সন্তান বর্তমানে দক্ষিণ বলিভিয়ার বার্মেজো শহরের আছেন। এ সংবাদ পাওয়ার বলিভিয়ার পুলিশ তাদের অবস্থান জানতে সক্ষম হয় যে, তারা শহরের একটি বাড়িতে রয়েছেন। এরপরই আর্জেন্টিনা ও বলিভিয়ার পুলিশ বাড়িটি ঘিরে যৌথ অভিযানে নামে এবং তাদের উদ্ধার করে।
এ ঘটনার পর ২৫ ডিসেম্বর আর্জেন্টিনা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অবশেষে ওই নারী ও তার ছেলেকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ওই নারীর বয়স ৪৫ বছর এবং ছেলের ৯ বছর।
তবে বিবৃতিতে ওই নারী ও ছেলের নাম প্রকাশ করা হয়নি। এমনকি কারা তাদের অপহরণ করেছিল সে বিষয়েও কিছু উল্লেখ নেই।
এসআর/এমকেএইচ