ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সপরিবারে করাচিতেই আছেন দাউদ ইব্রাহিম

প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২২ আগস্ট ২০১৫

আগামী সোমবার ভারত-পাকিস্তানের মধ্যে হতে চলা জাতীয় নিরাপত্তা উপদেষ্টামণ্ডলীর বৈঠকের আগে ফের একবার সামনে এসে পড়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রসঙ্গ। পাকিস্তানের যাবতীয় দাবি নস্যাৎ করে গোয়েন্দা রিপোর্টকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তানেই বহাল তবিয়তে সপরিবারে আছেন দাউদ।

ফলে ভারত-পাক বৈঠকে এবং সর্বোপরি সম্পর্কে এর গভীর প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দাউদ, তার স্ত্রী মেহজাবিন শেখ, ছেলে মঈন নওয়াজ, মেয়েরা অর্থাৎ মাহরুখ, মেহরিন ও মাজিয়া করাচিতেই রয়েছে।

গত এপ্রিল মাসে ‘ডি-১৩, ব্লক-৪, করাচি ডেভেনপমেন্ট অথরিটি, স্কিম-৫’ থেকে দাউদের স্ত্রী মেহজাবিনের নামে টেলিফোন বিলও জমা দেওয়া হয়েছে। আরো জানা গেছে, এই ঠিকানা ছাড়াও করাচিতে দাউদের আরো দুটি ঠিকানা রয়েছে। দাউদের নামে মোট তিনটি পাকিস্তানি পাসপোর্ট রয়েছে বলে জানা গেছে।

দাউদের সঙ্গীরা অর্থাৎ জাকির সাদ্দিক, জাভেদ ছোটানি, চিকনা এরা সকলেই পাকিস্তানে রয়েছে ও নিয়মিত দুবাই যাতায়াত করে। ১৯৯৩ সালের মুম্বাই হামলার মূল অপরাধী দাউদ ইব্রাহিম।

এসএইচএস/এমএস