ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লন্ডনে আবারো দূতাবাস খুলছে ইরান

প্রকাশিত: ০৪:০২ এএম, ২২ আগস্ট ২০১৫

ব্রিটেনের রাজধানী লন্ডনে আবারো দূতাবাস চালু করতে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। রোববারের এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রিটেনে নিযুক্ত ইরানের অনাবাসিক চার্জ দ্যা অ্যাফয়ার্স মোহাম্মাদ হাসান হাবিবুল্লাহজাদেহ এবং ইরান ও ব্রিটেনের বিভিন্ন কর্মকর্তা।  খবর বার্তা সংস্থা ইরনা।

এর আগে, শনিবার তেহরানে ব্রিটেনের দূতাবাস আবার চালু করা হবে বলে কথা রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড তেহরান সফরে এসে দূতাবাস উদ্বোধন করবেন।  

আশা করা হচ্ছে- দূতাবাস চালু করার মধ্যদিয়ে ইরান ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আসবে। সেইসঙ্গে দু দেশের মধ্যকার ভিসা জটিলতারও নিরসন হবে।

এসকেডি/এমএস