ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছেন, তার দেশ পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না এবং ইরানের ক্ষেপণাস্ত্রেও পরমাণু ওয়ারহেড বসানোর ব্যবস্থা রাখা হয়নি। ফ্রান্সের সাপ্তাহিক পত্রিকা লা পয়েন্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। খবর পার্স ট্যুডে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাবের কথা যুক্তরাষ্ট্র বারবার বলে থাকে তাতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি না করার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইরান ওই প্রস্তাব মেনেই নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশের অযৌক্তিক অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের চেয়ে ইরানের সামরিক বাজেট অনেক কম।

ফ্রান্স প্রতি বছর সংযুক্ত আরব আমিরাতের হাতে শত শত কোটি ডলারের সমরাস্ত্র তুলে দিচ্ছে বলে অভিযোগ করে জাভেদ জারিফ ফরাসি পত্রিকার সাংবাদিককে প্রশ্ন করেন, ফ্রান্স সরকার সৌদি আরব বা আরব আমিরাতকে যেসব অত্যাধুনিক জঙ্গিবিমান দিচ্ছে সেই একই জঙ্গিবিমান প্যারিস কি তেহরানের কাছে বিক্রি করবে যাতে ইরান আত্মরক্ষা করতে পারে?

জারিফ বলেন, ইরান কখনো কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না বরং মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে মিলেমিশে শান্তিতে থাকতে চায়। কিন্তু সৌদি আরব বরাবরই ইরানের বিরুদ্ধে সংঘাতে যাওয়ার চেষ্টা করে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহে সৌদি আরব ভুল নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেন জাভেদ জারিফ। তিনি বলেন, লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন, আফগানিস্তান ও কাতারের ব্যাপারে একের পর এক ভুল নীতি বাস্তবায়ন করে যাচ্ছে রিয়াদ।

টিটিএন/এমএস

আরও পড়ুন