ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংস্কারবাদী সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:০৯ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮

সংস্কারবাদী সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। দেশটির রয়েল কোর্ট শনিবার তার মৃত্যুর খবর জানিয়েছে।

রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন।

সৌদির রয়েল কোর্ট বলেছে, রোববার রিয়াদে তার নামাজে জানাজা হবে।

আল-সৌদ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ছিলেন তালাল বিন আব্দুল আজিজ। কোটিপতি বিনিয়োগকারী আলওয়ালদ বিন তালালের বাবা তিনি।

যোগাযোগ এবং অর্থমন্ত্রীসহ তিনি ১৯৫০ থেকে ১৯৬০ সালের মধ্যে দেশটির সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 

দেশটির সাংবিধানিক সংস্কারের দাবি করার ফলে ১৯৬০ সাল থেকে তালাল বিন আব্দুল আজিজ নির্বাসিত জীবনযাপন করেন। এরপর ফয়সাল বিন আব্দুল আজিজ আল-সৌদের আমলে ১৯৬৪ সালে দেশে ফিরে আসেন তিনি।

২০১১ সালে তিনি আল্লায়েন্স কাউন্সিল থেকে পদত্যাগ করেন। সৌদি নারীদের গাড়ি চালানো, কর্মক্ষেত্রে অংশগ্রহণের ব্যাপারে তিনি সমর্থন দিয়েছিলেন।

সূত্র : আল-জাজিরা

জেডএ

 

 

আরও পড়ুন