ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জম্মু-কাশ্মিরে ৬ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮

জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় সেনাবাহিনীর অভিযানে ছয় জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহতরা জাকির মুসার সংগঠন আনসার গাজওয়াত উল হিন্দের সদস্য। এই সংগঠনটি আল কায়েদার একটি শাখা সংগঠন।

পুলওয়ামার আরামপোড়া গ্রামে জঙ্গিরা ঘাঁটি তৈরি করেছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশি চালানো হচ্ছিল। সে সময় জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে।

জঙ্গিদের আক্রমণে পাল্টা গুলি চালায় সেনারা। প্রায় ত্রিশ মিনিট ধরে চলা গোলাগুলিতে ছয় জঙ্গি নিহত হয়। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শনিবারের অভিযানে নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম সোলিহা মুহাম্মদ। দুই সপ্তাহ আগে কাশ্মিরে জঙ্গিবিরোধী অভিযানে তিন জঙ্গি নিহত হয়। সে সময় প্রায় ১৮ ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে সাত জওয়ান আহত হন।

টিটিএন/এমএস

আরও পড়ুন