ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ার রকেট হামলার জবাব দিলো ইসরাইল

প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২১ আগস্ট ২০১৫

ইসরাইলের গোলান মালভূমিতে সিরিয়ার সেনাদের লক্ষ্য করে গোলা নিক্ষেপ ও বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। রকেট নিক্ষেপের জবাবে বৃহস্পতিবার রাতে এই  হামলা সিরিয়ার  চালানো হয়েছে বলে ইসরাইলের সামরিক সূত্র জানিয়েছে।

এর আগে ইসরাইলের উত্তরাঞ্চলের গালিলি ও গোলানের দখলকৃত অঞ্চলে চারটি রকেট নিক্ষেপ করে সিরিয়া। এতে কোন প্রণাহানি হয়নি। এর জবাবে ইসরাইলের সেনাবাহিনী সিরিয়ার অবস্থান লক্ষ্য করে পাঁচ থেকে ছয় দফা হামলা চালায়।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সিরিয়ার সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়, গোলান মালভূমির সিরীয় সেক্টর কুনেইতরায় ইসরাইলি হেলিকপ্টার থেকে রকেট নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় দুটি সরকারি ভবনে রকেট আঘাত হেনেছে। তবে এতে কেবল ভবনের ক্ষতি হয়েছে।

ইসরাইল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় পার্শ্ববর্তী সিরিয়ার কাছ থেকে এক হাজার ২শ’ বর্গ কিলোমিটার দখল করে নেয় এবং পরবর্তী ১৪ বছর এটা তাদের দখলে রেখেছিল। তবে ইসরাইলের এ কর্মকান্ডকে আন্তর্জাতিক সম্প্রদায় কখনই স্বীকৃতি দেয়নি।  

এসকেডি/পিআর