ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গুগলে ‘ভিখারি’ লিখলেই আসে ইমরানের ছবি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

গুগলে ‘ইডিয়ট’ লিখলেই কেন ডোনাল্ড ট্রাম্পের ছবি আসে? কয়েকদিন আগেই এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইকে। এবার সেই একই রকম প্রশ্ন তুলছে পাকিস্তান। গুগলে ‘ভিখারি’ লিখলেই ভেসে উঠছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি।

এবার পাকিস্তানের অ্যাসেম্বলিতে পিচাইকে এরকমই প্রশ্ন করা হবে। পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলিতে এরকমই একটি প্রস্তাবনা পাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গুগলের প্রধান নির্বাহীকে ডেকে জিজ্ঞাসা করা হবে যে, কেন ‘ভিখারি’ লিখে গুগলে সার্চ করলেই পাক প্রধানমন্ত্রীর ছবি আসছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই পাকিস্তানের একটি চ্যানেলে ইমরান খানের একটি খবর প্রচারের সময় উপরে লেখা ছিল ‘বেগিং’ লেখা ছিল কিন্তু আসলে সেটা হবে ‘ব্রেকিং’। স্বাভাবিকভাবেই ব্যাপক ট্রোল হয় ওই ঘটনাকে ঘিরে। হয়তো ওই ঘটনার কারণেই ভিখারি লিখে সার্চ করলে ইমরান খানের ছবি চলে আসছে।

টিটিএন/এমকেএইচ

আরও পড়ুন