আম্বানি কন্যার গ্র্যান্ড রিসেপশন আজ, কী হতে চলেছে এবার
বিগ ফ্যাট ওয়েডিং হয়ে গিয়েছে। এখন ঈশা আম্বানি আনন্দ পিরামলের স্ত্রী। মুকেশ আম্বানির কন্যা ঈশা ও অজয় পিরামলের পুত্র আনন্দের জন্য এবার পালা গ্র্যান্ড রিসেপশনের।
সূত্র জানিয়েছে, আম্বানি কন্যা ঈশাকে দুই ভাই বিয়ের মণ্ডপে নিয়ে আসার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তবে এবার আর কান্না নয়, পরিবারের সকলে মিলে আনন্দ করার পালা।
মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও গার্ডেনে হচ্ছে এই রিসেপশন। এই গ্র্যান্ড রিসেপশনের জন্য রয়েছে বেশ কয়েকটি নিয়মও। আজকের এই রিসেপশনে ফের দেখা যেতে পারে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বলিউডের অসংখ্য তারকাদের। থাকার কথা ক্রীড়াজগতের অন্যান্য ব্যক্তিত্বদেরও।
এই রিসেপশন শুরু হবে ঠিক সন্ধ্যা ৭টা থেকে। প্রত্যেক অতিথিকে বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে এই কথা। ঈশার বিয়েতে যেমন অতিথিদের সনাতনী ভারতীয় সাজে দেখা গেছে, এবার রিসেপশনে প্রত্যেককেই পরতে হবে ফর্ম্যাল কোনো পোশাক-এমনটাই উল্লেখ করা হয়েছে।
রিসেপশনের জন্য যে কার্ডটি বেছেছেন ঈশা আর আনন্দ তাতে রয়েছে আবেগের ছোঁয়া। দুজনেরই জীবনে দাদা-দাদির অবদান অসীম। সেই অনুযায়ী, বিশেষ দুটি প্রতীক নির্বাচন করেছেন তারা বিয়ের কার্ডের জন্য। বিয়ের কার্ডে রয়েছে গোলাপ ফুল ও পদ্ম ফুলের নকশা। গোলাপ হচ্ছে ভালবাসা ও প্যাশনের প্রতীক। পদ্ম ফুল পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক, যা নিবেদিত দুজনের ঠাকুমা কোকিলা মাম্মি ও ললিতা দিদির উদ্দেশে।
ঈশা ও আনন্দ জানিয়েছেন, জীবনের সবচেয়ে আনন্দের দিনটা তারা কাটাতে চান অতিথিদের উপস্থিতিতে। তাদের শুভেচ্ছাও চেয়েছেন নবদম্পতি।
ঈশা আম্বানির রিসেপশনে শিল্পজগতের ব্যক্তিত্বদের উজ্জ্বল উপস্থিতি থাকবে বলেই মনে করা হচ্ছে। রতন টাটা ও কুমার মঙ্গলম বিড়লাও আসতে পারেন দুই পরিবার আয়োজিত এই রিসেপশনে। তবে রিসেপশনের মূল বৈশিষ্ট্য অন্য জায়গায়, রিসেপশনে বিশেষ গানের কনসার্ট রয়েছে। কে উপস্থিত থাকবেন, তা নিয়ে আম্বানি বা পিরামল পরিবারের তরফে নিশ্চিত করা না হলেও এ আর রহমান ও উস্তাদ জাকির হোসেনের নাম জানিয়েছে বেশ কয়েকটি সূত্র। আনন্দবাজার
এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার