ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার জামাল খাশোগি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

গত অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঘাতকদের হাতে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাশোগিকে পারসন অব দ্য ইয়ার ঘোষণা করেছে মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।

মার্কিন এই ম্যাগাজিন জামাল খাশোগিকে সত্যের অভিভাবক হিসেবে উল্লেখ করেছে। তবে খাশোগির সঙ্গে বিশ্বের আরও কয়েকটি দেশের নিপীড়িত ও নিহত সাংবাদিক টাইমের পারসন অব ইয়ারের তালিকায় রয়েছেন।

খাশোগি ছাড়াও এই তালিকায় রয়েছেন ফিলিপাইনের সংবাদমাধ্যম র‌্যাপলারের সাংবাদিক মারিয়া রেসসা, মিয়ানমারে কারাবন্দি রয়টার্সের দুই প্রতিনিধি ওয়া লোন ও কিয়াও সোয়ে ওও, যুক্তরাষ্ট্রের আন্নাপোলিসের ক্যাপিটাল গ্যাজেটে নিহত পাঁচ সদস্য। ক্যাপিটাল গ্যাজেটের এই পাঁচ সদস্য গত জুনে গুলিতে নিহত হন।

আরও পড়ুন : বুধবার গাঁটছড়া বাঁধছেন আম্বানি কন্যা, একদিনেই খরচ ৭২৩ কোটি টাকা

১৯২৭ সাল থেকে প্রত্যেক বছর বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে আসছে। তবে চলতি বছরের পারসন অব দ্য ইয়ারের ভিন্ন ভিন্ন চারটি সংস্করণ প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। প্রত্যেক সংস্করণে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে প্রচ্ছদে জায়গা দেয়া হয়েছে।

khassoggy-1

তবে এবারই প্রথম মার্কিন এই সাময়িকী নিহত কোনো ব্যক্তিকে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করে তাকে প্রচ্ছদে জায়গা দিয়েছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পারসন অব দ্য ইয়ার ঘোষণা করে।

চলতি বছরেও সাংবাদিকরা ছাড়াও টাইমের বর্ষ সেরার তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনও আছেন টাইমের পারসন অব দ্য ইয়ারের তালিকায়।

এসআইএস/পিআর

আরও পড়ুন