ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্যাংকক হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী জড়িত নেই

প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২০ আগস্ট ২০১৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এরাওয়ান মন্দিরে সোমবারের বোমা হামলা আন্তর্জাতিক কোনও সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা ঘটানো ‘অসম্ভব’ বলে জানিয়েছে দেশটির সরকার।
 
তদন্তকারীরা প্রাথমিকভাবে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন বলে ক্ষমতাসীন সামরিক জান্তা সরকারের মুখপাত্র কর্নেল উইনথাই সুভারি জানিয়েছেন। তবে এর আগে  এই হামলায় কোনো বিদেশি জড়িত থাকতে পারেন জানিয়েছিল পুলিশ।

ব্যাংককের এরাওয়ান মন্দিরে সোমবারের বোমা হামলায় অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছে অন্তত কয়েক ডজন মানুষ।

বোমা হামলার ঘটনায় মন্দিরের সিসি টিভি ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হয়েছে। ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন হলুদ টি শার্ট পরা এক ব্যক্তি বিস্ফোরণের সময় মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। বিস্ফোরণের আগে কাঁধের একটি ব্যাগ ফেলে রেখে যেতে দেখা যায়। এই সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।



এরাওয়ান মন্দিরটি থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। বৌদ্ধ ধর্মের বহু অনুসারী এবং চীনা পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় এটি। তবে এই হামলার ঘটনায় সরাসরি চীনা নাগরিকরাই লক্ষ্য ছিল বলে মানতে রাজি নয় থাইল্যান্ড।

পর্যটন স্থাপনায় বোমা হামলার ঘটনাকে ব্যাংককের পর্যটন শিল্পের জন্য মারাত্মক হুমকি বলে মনে করা হচ্ছে।

এসআইএস/পিআর