ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আমিরাতে উপদেষ্টা পরিষদে সমান প্রতিনিধিত্ব পেতে যাচ্ছেন নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৯ ডিসেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে উপদেষ্টা পরিষদে নারীদের সমান প্রতিনিধিত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান। তবে এ সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকর হবে। রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা ওয়াম শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে আমাল আল-কুদাইসি নামের এক নারী ৪০ সদস্যবিশিষ্ট আধা-নির্বাচিত উপদেষ্টা পরিষদ ‘ফেডারেল ন্যাশনাল কাউন্সিল’ এর সভাপতিত্ব করছেন। এ পরিষদের অর্ধেক অর্থাৎ ২০ জন সদস্য চার বছরের জন্য নির্বাচিত হন। বাকিরা শাসক কর্তৃক মনোনীত হন। ২০১৫ সালে পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পরিষদের কাজ হলো পাবলিক বিষয়ে বিশেষ করে বিল ও বাজেট-সংক্রান্ত বিষয়ে মতামত দেয়া।

তবে প্রেসিডেন্ট উপদেষ্টা পরিষদে নারীদের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিলেও আপাতত মন্ত্রিসভায় নারীদের সংখ্যা বাড়ছে না। বর্তমানে ৩১ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভার মাত্র ৯ জন নারী সদস্য।

এসআর/পিআর

আরও পড়ুন