ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাজনাথের দেখা পেতে ব্যাকুল তসলিমা

প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২০ আগস্ট ২০১৫

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং`এর সঙ্গে সাক্ষাত করতে চেয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ভারতে বসবাসের অনুমতির মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে দেশটির সরকার কোনো সিদ্ধান্ত না নেওয়ায় উদ্বিগ্ন তসলিমা রাজনাথের সাক্ষাত চেয়েছেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা পিটিআইর বরাত দিয়ে দ্য ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পিটিআইকে তসলিমা বলেন, আমি খুবই উদ্বিগ্ন। তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতে বসবাসের অনুমতির মেয়াদ বৃদ্ধি নিয়ে দেখা করতে চেয়েছি কিন্তু মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়া হয়নি।

গত ১৭ আগস্ট বাংলাদেশের নির্বাসিত এই লেখিকার ভারতে বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। তবে আবার ভারতে বসবাসের মেয়াদ বাড়ানো হবে বলে অাশাবাদী তসলিমা।

সুইডেনের নাগরিকত্ব পাওয়া এই লেখিকা বলেন, ভারতে বসবাসের মেয়াদ বৃদ্ধি না হওয়ার কথা তিনি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেন না।

৫২ বছর বয়সী এই লেখিকা বলেন, অতীতে এ বিষয় নিয়ে সাক্ষাতে একদিনের বেশি সময় লাগতো না কিন্তু এবার কোনো রকম ইতিবাচক সাড়া ছাড়াই ইতিমধ্যে দুদিন চলে গেছে।

ভারতে তসলিমার বসবাসের মেয়াদ বাড়ানোর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

ধর্ম অবমাননার অভিযোগে ইসলামি মৌলবাদীদের হুমকির পর ১৯৯৪ সালে দেশ ত্যাগ করেন বাংলাদেশের নির্বাসিত এই লেখিকা। ২০১৪ সালে ভারতে এক বছর বসবাসের অনুমতি দেয় দেশটির সরকার। এই মেয়াদ শেষ হয়েছে গত ১৭ আগস্ট। ২০০৪ সাল থেকে ভারত তসলিমার ভিসার মেয়াদ ধারাবাহিকভাবে বাড়িয়েছে। এর আগে বেশ কয়েকবার তিনি স্থায়ীভাবে ভারতে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছেন। বিশেষ করে কলকাতায়।

তবে এবার যদি ভারতে বসবাসের অনুমতি না পান তাহলে তিনি পরিচয় সংকটে ভুগবেন বলে জানিয়েছেন। আর এর প্রভাব তার লেখালেখি এবং নারী অধিকার বিষয়ক লড়াইয়ে পড়বে।

এসআইএস/আরআইপি