ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৮

পাকিস্তানে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এক ফটোসাংবাদিক আহত হয়েছেন। একটি আঞ্চলিক টিভি স্টেশনে কাজ করতেন হাসান নামের ওই সাংবাদিক। নিহত ওই সাংবাদিকের পরিচিতরা জানিয়েছেন, তার কোন শত্রু ছিল বলে জানেন না তারা।

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা ওই টিভি সাংবাদিককে বহনকারীকারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি নিহত হন এবং তার সঙ্গে থাকা এক ফটোসাংবাদিক আহত হন।

জেলা পুলিশের প্রধান কাজি জামিল-উর-রেহমান মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন নুরুল হাসান।

এখনও পর্যন্ত কোন গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। কর্তৃপক্ষ বলছে, এই হামলার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। পাকিস্তানে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হাতে সাংবাদিক খুন হওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। অনেক ক্ষেত্রেই হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরেই থাকেন।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন