ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সহযোগিতা চেয়ে ইমরান খানকে ট্রাম্পের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইমরানকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, যুদ্ধে উভয় দেশই ক্ষতির শিকার হয়েছে। একইসঙ্গে তিনি পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন : ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে কাতার

ট্রাম্প দাবি করেছেন, আলোচনার মাধ্যমে আফগান যুদ্ধের অবসানকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আফগান সরকারের সঙ্গে তালেবানকে আলোচনায় বসাতে পাকিস্তানের সহযোগিতা চান তিনি।

ট্রাম্পের এই চিঠিকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। ট্রাম্প পাকিস্তানকে অর্থ সহায়তা বন্ধ করে দেয়ারও ঘোষণা দেন। পার্সট্যুডে।

এসআইএস/এমএস

আরও পড়ুন