ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্যাংকক হামলায় সংঘবদ্ধ চক্র জড়িত

প্রকাশিত: ১২:০১ পিএম, ১৯ আগস্ট ২০১৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এরওয়ান মন্দিরে হামলার সঙ্গে সংঘবদ্ধ চক্র জড়িত বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান। এদিকে হলুদ টি শার্ট পরা সন্দেহভাজন এক যুবকের ছবির স্কেচ প্রকাশ করা হয়েছে।

সোমবার ব্যাংককের ওই মন্দিরে বোমা হামলায় ১১ বিদেশি নাগরিকসহ অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছে অন্তত কয়েক ডজন মানুষ।

মন্দিরের নিরাপত্তা ক্যামেরায় দেখা যায়, বিস্ফোরণের আগে সন্দেহভাজন হলুদ টি শার্ট পরা এক যুবক মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তার পিঠে একটি ব্যাগ দেখা যায়। কিন্তু অন্য অারেকটি ফুটেজে তার পিঠে ওই ব্যাগ আর দেখা যায়নি।

থাই পুলিশ প্রধান সোমইয়ত পুনপানমুয়াং বলেন, সোমবারের বোমা হামলার পেছনে একাধিক ব্যক্তির হাত ছিল। এটি একটি চক্রের কাজ। তবে এর বেশি বলতে চাননি তিনি।

প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা সন্দেহভাজন ওই যুবককে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, না হলে চক্রান্ত চাপা দিতে ওই যুবককে হয়তো মেরে ফেলা হতে হতে পারে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী সোমবারের ওই হামলার দায় স্বীকার করেনি।

এসআইএস/এমআরআই