খাশোগির সম্মানে সড়কের নামকরণ করছে যুক্তরাষ্ট্র
সৌদি ঘাতকদের হাতে নিহত সাংবাদিক জামাল খাশোগির সম্মানে ওয়াশিংটন ডিসিতে সৌদি দূতাবাসের পাশের সড়কের নামকরণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় কর্মকর্তারা সৌদি দূতাবাসের পাশের ওই সড়ক জামাল খাশোগির নামে করার একটি প্রস্তাবে ভোট দিয়েছেন।
কর্মকর্তাদের এই প্রস্তাব এখন ওয়াশিংটন ডিসির সিটি কাউন্সিলে যাবে। কাউন্সিলের উপদেষ্টা কমিশন খাশোগির নামে দূতাবাসের পাশের সড়কের নামকরণের সিদ্ধান্ত নেবে। কেনেডি সেন্টারের পাশে সৌদি দূতাবাসের ওই সড়কের বর্তমান নাম ফগি বটম; এটি পরিবর্তন করে ‘জামাল খাশোগি সড়ক’ রাখা হতে পারে।
তবে খাশোগির সম্মানে সড়কের নামকরণের এ সিদ্ধান্ত নিয়ে সিটি কাউন্সিলে আবারো ভোটাভুটি অনুষ্ঠিত হবে। সেখানে ভোটাভুটি অনুষ্ঠিত হতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে। সিটি কাউন্সিলে ভোটাভুটিতে ওই সিদ্ধান্ত পাস হলে কংগ্রেসের অনুমোদন লাগবে।
আরও পড়ুন : রাজপরিবারেই অভ্যুত্থানের আশঙ্কা, সেনাবাহিনীকে তলব যুবরাজের
বিয়ের জন্য প্রয়োজনীয় নথি-পত্র আনতে গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে যাওয়ার পর নিখোঁজ হন যুক্তরাষ্ট্রে নির্বাসিত সৌদি রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি।
তুরস্ক বিভিন্ন প্রমাণ তুলে ধরে বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাঠানো ১৫ সদস্যের কিলিং স্কয়াডের সদস্যরা কনস্যুলেটে খাশোগিকে হত্যার পর টুকরো টুকরো করেছে। এখন পর্যন্ত সৌদির নির্বাসিত এই সাংবাদিকের মরদেহের সন্ধান পাওয়া যায়নি।
এসআইএস/পিআর