নাচের ভিডিও করে চাকরি গেল পাকিস্তানি পুলিশের
দুটি ভিডিও আপলোড করে চাকরি হারালেন পাকিস্তানের এক পুলিশ অফিসার। ‘টিকটক’ অ্যাপে শেয়ার হওয়া প্রথম ভিডিওতে ভারতীয় অভিনেতা অনিল কাপুরের সংলাপ অনুকরণ করেছেন তিনি। গোবিন্দ’র গানের তালে নাচার তার আরেকটি ভিডিও-ও ইতোমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা পাকিস্তানের পাকপট্টন অঞ্চলের। তিনি ভিডিও দুটি ধারণ করে জনপ্রিয় অ্যাপ ‘টিকটক-এ আপলোড করেন। পরে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম ও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দুটি কর্তৃপক্ষের নজরে এলে তাকে চাকরিচ্যুত করা হয়।
প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, ওই পুলিশ কর্মকর্তা ভারতীয় অভিনেতা অনিল কাপুরের সংলাপ অনুকরণ করছেন।
দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, এবার তিনি একা নন। সেখানে তিনি এক নারীকে সঙ্গে নিয়ে আরেক ভারতীয় অভিনেতা গোবিন্দ’র গানের তালে নাচছেন।
ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে ৩২ হাজার বার। তবে ‘টিকটক’ অ্যাপের মাধ্যমে ভিডিওটি পৌঁছেছে আরও অনেক বেশি মানুষের কাছে। চাকরি হারানো পুলিশকর্মীর দাবি, ভিডিওটি করা হয়েছিল একটি মঞ্চনাটকের প্রস্তুতি হিসেবে।
সূত্র : ডয়চে ভেলে
এসআর/এমএস