আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। ভূমিকম্পে আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে। উপকূলীয় এলাকায় ভূমিকম্প থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আলাস্কার বৃহত্তম শহর অ্যাংকরেজ থেকে সাত মাইল উত্তরে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।
ভূমিকম্প আঘাত হানার পর বেশ কয়েকবার পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৪০ দশমিক ৯ কিলোমিটার। অ্যাংকরেজ এলাকায় প্রায় ৩ লাখ মানুষ বসবাস করে।
আলাস্কা ভূমিকম্প কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা ৪০ বারের মতো পরাঘাত অন্তর্ভূক্ত করেছেন। এর মধ্যে ১০টি চার মাত্রার বেশি এবং তিনটি পাঁচ মাত্রার বেশি।
কুক ইনলেট এবং দক্ষিণাঞ্চলীয় কেনাই উপদ্বীপে প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয়া হয়। তবে প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
টিটিএন/এমএস