ফিলিপাইনে কিশোর হত্যায় ৩ পুলিশের সাজা
এক কিশোরকে হত্যায় অভিযুক্ত হয়েছেন ফিলিপাইনের তিন পুলিশ সদস্য। তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে দেশটির একটি আদালত। এতে সর্বোচ্চ সাজা ঘোষণা করা হয়েছে ৪০ বছর।
২০১৭ সালে মাদকবিরোধী অভিযানে ১৭ বছর বয়সী কিয়ান দেলোস সন্তোষ নামের ওই কিশোরকে হত্যা করা হয়। প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে মাদকের বিরুদ্ধে অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো দোষী কারো বিরুদ্ধে সাজা ঘোষণা করা হলো।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত মাদকবিরোধী অভিযানে পাঁচ হাজারের বেশি ডিলার এবং মাদক সেবনকারীর মৃত্যু হয়েছে।
এভাবে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার শিকার হয়েছেন প্রেসিডেন্ট দুতের্তে।
বৃহস্পতিবার ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাজা ঘোষণার সময় বিচারপতি রোলডলফো আজুসেনা বলেন, আগে গুলি, পরে চিন্তা একটি সভ্য সমাজে কখনই গ্রহণীয় নয়। আইন প্রয়োগকারীদের কখনও নরহত্যা বা খুনের অধিকার দেয়া হয়নি।
টিটিএন/আরআইপি