১০ বছরে ১৩ বার গর্ভবতী
জেলের সাজা এড়াতে অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন এক চীনা নারী। দশ বছরে ১৩ বার গর্ভবতী হয়ে দিব্যি প্যারোলে জেলের বাইরের জীবনে অভ্যস্ত হয়ে ওঠেন জেং জিনজিয়াং নামের ৩৯বছর বয়সী ওই নারী।
জানা গেছে, দুর্নীতির অভিযোগে যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছিল জিনজিয়াংয়ের। তবে সুকৌশলে আইনের ফাঁক গলে জেলের বাইরে ছিলেন তিনি। গত দশ বছরে মোট ১৪বার গর্ভবতী হয়েছিলেন বলে দাবি করেছিলেন এই নারী। এর মধ্যে একবার মিথ্যা বললেও বাকি ১৩বার সত্যিই গর্ভধারণ করেছিলেন বলে জানিয়েছেন তিনি।
তবে বিস্ময়ের এখানেই শেষ নয়। প্রতিবার গর্ভবতী হওয়ার পরে নিয়মানুযায়ী আদালত থেকে প্যারোলে মুক্তি পান তিনি। এরপর স্থানীয় চিকিৎসাকেন্দ্রে গিয়ে গর্ভপাত করিয়ে আসতেন। স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হয়েছিলেন জিনজিয়াং।
দীর্ঘদিন পরে ফাঁস হয়ে যায় ওই নারীর সাজা এড়ানোর কৌশল। এ বিষয়ে জানার পরে বিচারক জিনজিয়াংকে যাবজ্জীবনের সাজা খাটার জন্য আবারো কারাগারে পাঠিয়েছেন। তবে কীভাবে ওই মহিলা গর্ভবতী হতেন তা এখনো জানা যায়নি।
এসআইএস/এমআরআই