ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৮

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তালেবানের হামলায় ২২ জন পুলিশ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার বিকেলে প্রদেশটির লাশ ওয়া জুয়ান জেলায় পুলিশের গাড়িবহরে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, তালেবানের ওই হামলায় প্রাদেশিক পুলিশের সহকারী প্রধান মারাত্মকভাবে আহত হয়েছেন।

ফারাহ’র প্রাদেশিক পরিষদের সদস্য দাদারুল্লাহ বলেন, রোববার বিকেলে লাশ ওয়া জুয়ান জেলায় তালেবানের হামলায় ২২ পুলিশ সদস্য নিহত ও পুলিশের সহকারী প্রধানসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

আব্দুল সামাদ সালেহি নামে প্রাদেশিক পরিষদের অন্য এক সদস্য বলেন, পুলিশের ওই গাড়িবহর জেলা পুলিশের নতুন প্রধান নিয়োগ উপলক্ষ্যে যাওয়ার পথে তালেবানের হামলার মুখে পড়ে। হামলায় সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা পুলিশ প্রধানও নিহত হয়েছেন।

আফগানিস্তানের প্রায় অর্ধেক অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়া তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। সাম্প্রতিক সময়ে সামরিক ঘাটিসহ বেশ কয়েকটি এলাকায় তালেবানের হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

এসএ/পিআর

আরও পড়ুন