‘মোদির বাবার নাম জানেন না কেউই’
ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রূপির মান এতটাই নিচে নেমেছে যে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের বয়সকে ছুঁয়ে ফেলেছে। কয়েকদিন আগে দেশটির বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাজ বাব্বার মোদিকে খোঁচা মেরে এমন মন্তব্য করেছিলেন। তার এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই কংগ্রেসের অপর এক জ্যেষ্ঠ নেতা মোদির বাবাকে নিয়ে মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছেন।
দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) টুইট করা এক ভিডিওতে দেখা যায়, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের নেতা বিলাসরাও মুত্তেমওয়ার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার বাবাকে কটাক্ষ করে বক্তৃতা করছেন।
রাজস্থানে নির্বাচনী এক বৈঠকে বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা ও কংগ্রেসের প্রধান রাহুল গান্ধীর বংশধরদের মধ্যে তুলনা করেন মুত্তেমওয়ার। এসময় সাবেক এই মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার আগে কে আপনাকে (মোদি) চিনতো? এমনকি আজও কেউ আপনার বাবার নাম জানে না। কিন্তু প্রত্যেকই রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীকে চিনে।’
আরও পড়ুন : অযোধ্যায় মন্দির নির্মাণ নিয়ে ফের উত্তেজনা
তিনি বলেন, ‘প্রত্যেকেই রাজীব গান্ধীর মা ইন্দিরা গান্ধীকে চেনেন। প্রত্যেকেই ইন্দিরা গান্ধীর বাবা পণ্ডিত জওহরলাল নেহরুকে চেনেন। এবং প্রত্যেকেই জানে যে, পণ্ডিত জওহরলাল নেহরুর বাবা হচ্ছেন মতিলাল নেহরু। রাহুল গান্ধীর পাঁচ প্রজন্মকে প্রত্যেকেই চেনে। কিন্তু এই নরেন্দ্র মোদির বাবার নাম কেউই জানেন না। আর তিনি (মোদি) আমাদের কাছে হিসাব চাচ্ছেন।’
বাব্বারের মন্তব্যের জবাবে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস ও গান্ধী পরিবারের ব্যাপক সমালোচনা করেন। তিনি বলেন, বিরোধী দলের কোনো ইস্যু না থাকায় রাজনৈতিক লড়াইয়ে তার মাকে (মোদির মা) টেনে আনছে।
মধ্যপ্রদেশের ছাত্তারপুরে মোদি বলেন, কংগ্রেস রাজনৈতিক কোনো ইস্যু না পাওয়ায় তার নবতিপর মায়ের সুনামহানি করছে। তিনি বলেন, ‘মোটকথা, মোদিকে লক্ষ্য করে তাদের অস্ত্র ব্যর্থ হয়েছে...তারা এখন মোদির মাকে আঘাত করছে; যিনি রাজনীতির ‘আর’ ও জানেন না।’
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
এসআইএস/আরআইপি