ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৩ নভেম্বর ২০১৮

আফগানিস্তানে একটি মসজিদে বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় খোস্ত প্রদেশে জুমআর নামাজ পড়ার সময় একটি মসজিদের সামনে অজ্ঞাতনামা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আফগান সেনাবাহিনীর দ্বিতীয় রেজিমেন্টকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় সৈন্যরা সামরিক ঘাটির মসজিদে জুমআর নামাজ পড়ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র তালিব মঙ্গল দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজকে হামলা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেন। তবে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে ৫০ জনের আহত হওয়ার কথা বলা হচ্ছে। এখনও কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এসএ/পিআর

আরও পড়ুন