ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চলন্ত মোটরসাইকেলে সেলফি, প্রাণ গেল দুই বন্ধুর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৩ নভেম্বর ২০১৮

বর্তমান সময়ে তরুণ থেকে শুরু করে সববয়সী মানুষের অন্যতম পছন্দের একটি শখ সেলফি তোলা। আড্ডা-গল্প-খাওয়া কিংবা ঘুরতে যাওয়া অথবা বিশেষ কোনো মুহূর্ত ধরে রাখতে হরহামেশাই সবাইকে সেলফি তুলতে দেখা যায়। কিন্তু মাঝে মাঝে বিপদজনক স্থান কিংবা অবস্থান থেকে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাচ্ছেন এমন সংবাদও প্রতিনিয়ত আমরা দেখছি। চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে এবার প্রাণ হারালেন ভারতের মেডিকেল পড়ুয়া দুই শিক্ষার্থী।

শুক্রবার সকালে ভারতের নয়াদিল্লীতে উদ্বোধন হওয়া নতুন একটি সেতুতে চলন্ত মোটরসাইকেল থেকে সেলফি তুলতে গিয়ে ওই দুই যুবক নিহত হয়েছেন। প্রচণ্ড গতিতে ছুটে চলা মোটরসাইকেলে বসেই সেলফি তুলতে গেলে সেতুর ডিভাইডারে ধাক্কা খেয়ে ত্রিশ ফুট নীচে পড়ে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত ওই দুই যুবকের নাম সত্য বিজয় শংকর ও চন্দ্রশেখর। তারা দুজনই উত্তর দিল্লির হিন্দু রাও মেডিকেল কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই দুই যুবক সেলফি তোলার নেশায় মজেছিল। তাছাড়া মোটরসাইকেলটির গতিও ছিল অনেক বেশি। সেলফি তোলার এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে মোটরসাইকেলটি ডিভাইডারে সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেলটির গতি এত বেশি ছিল যে, ডিভাইডারে সঙ্গে ধাক্কা লাগার পর ওই দুই যুবক নিচে পড়ে যায়।

এসএ/পিআর

আরও পড়ুন