ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নির্বাচন নিয়ে সু কি’র সংশয়

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৮ আগস্ট ২০১৫

মায়ানমারের আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিরোধী নেত্রী অং সান সু কি। কয়েকদিন আগে দেশটির ক্ষমতাসীন দলের প্রধানকে আকস্মিকভাবে সরিয়ে দেয়ার পর মঙ্গলবার সু কি এ সংশয় প্রকাশ করেন।

এর আগে গত সপ্তাহে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) প্রধান শোয়ে মানকে আকস্মিকভাবে অপসারণ করা হয়। নির্বাচনের আগে প্রেসিডেন্ট ও তার সামরিক মিত্রদের রাজনৈতিক অবস্থান জোরদার করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

আগামী ৮ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের আগে পার্লামেন্টের সর্বশেষ বৈঠকের জন্য মঙ্গলবার রাজধানী নাইপিডোয় সংসদ সদস্যরা জড়ো হয়েছেন।

সু কি বলেন, ক্ষমতাসীন দলের কর্মকান্ড নভেম্বরের নির্বাচন নিয়ে উদ্বেগ তৈরি করেছে। নির্বাচনকে গণতান্ত্রিক সংস্কারের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

দেশটির অাগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য নিবন্ধনের শেষ তারিখ ছিল শুক্রবার। এর আগে বিরোধী দলের সঙ্গে জোট গঠনের গুঞ্জন ওঠার পর ইউএসডিপির প্রধান শোয়ে মানকে অপসারণ করা হয়।

এসআইএস/আরআইপি