জম্মু-কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ সেনাসদস্যসহ ৪ জঙ্গি নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে একজন সেনাসদস্য ও চারজন জঙ্গি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে শোপিয়ান শহরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গোপন সংবাদে ভিত্তিতে শোপিয়ান শহরের নাদিমার্গ গ্রামে পুলিশ ও সেনাবাহিনী মিলে যৌথ অভিযান চালায়। এ সময় জঙ্গিরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে যৌথ বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এতে একজন প্যারা কমান্ডো ও চারজন জঙ্গি নিহত হন।
একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় আরও দুইজন সেনাসদস্য আহত হয়েছেন। গোলাগুলি এখনও চলছে।
অপরদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে, শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে একজন সেনাসদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন।
এর আগেও শোপিয়ান শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ১৮ নভেম্বর রেব্বান এলাকায় বন্দুকযুদ্ধে দুইজন জঙ্গি নিহত হন। একইদিন পুল্লমা কাকাপোরা এলাকার রেলওয়ে কলোনীর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ক্যাম্পে জঙ্গিরা হামলা চালালে সিআরপিএফের একজন জওয়ান নিহত হন।
এসআর/জেআইএম