ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আকস্মিক সফরে ত্রিপোলিতে বান কি মুন

প্রকাশিত: ০৩:৪৪ এএম, ১২ অক্টোবর ২০১৪

জাতিসংঘ মহাসচিব বান কি মুন আকস্মিক এক সফরে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গেছেন। তার সফরসঙ্গী হিসেবে আছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফেড্রিকা মোঘেরিনি।

পার্শ্ববর্তী তিউনিশিয়া থেকে তিনি শনিবার ত্রিপোলিতে যান। ২০১১ সালে সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর এটিই জাতিসংঘ মহাসচিবের প্রথম লিবিয়া সফর।

প্রসঙ্গত, দেশটিতে বর্তমানে সরকার ও বিরোধীদের মধ্যে যে সহিংসতা চলছে, তা উত্তরণে মধ্যস্থতা করছে জাতিসংঘ। লিবিয়ার পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় জাতিসংঘের মিশন অফিসও এখন দেশটিতে নেই। তিউনিশিয়া অফিস থেকেই লিবিয়ার কার্যক্রম চালানো হয়।

ত্রিপোলি পৌঁছে দেশটির সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বান কি মুন। এ সময় তিনি বলেন, আলোচনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘লিবিয়ার একটি শক্তিশালী সরকার ও একটি শক্তিশালী পার্লামেন্ট দরকার।’ সূত্র : বিবিসি