শরণার্থী শিবিরে হামলায় প্রাণ গেল ৪২ জনের
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি শরণার্থী শিবিরে হামলায় কমপক্ষে ৪২ জন নিহত ও আরও অনেকেই আহত হয়েছেন। বৃহস্পতিবার ক্যাথলিক মিশন পরিচালিত ওই শরণার্থী শিবিরে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। আঞ্চলিক এক আইনপ্রণেতার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী বানগুই থেকে ৩০০ কিলোমিটার পূর্বে আলিনদাও শহরে এ হামলার ঘটনাটি ঘটে। ক্যাথলিক মিশন পরিচালিত ওই শরণার্থী শিবিরে ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছেন তারা।
দেশটিতে অবস্থানকারী জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বলছে, হামলাকারীরা সেখানে আগুন ধরিয়ে দিলে হাজার হাজার শরণার্থী শিবিরটি ছেড়ে পালিয়ে আশেপাশের বিভিন্ন এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছে। তবে কে বা কারা এ হামলা করেছে তা এখনও জানা যায়নি।
এথিয়েন গোডেনাহা নামের এক আঞ্চলিক আইনপ্রণেতা বলেছেন, ‘আমরা এ পর্যন্ত ৪২টি মরদেহের সন্ধান পেয়েছি। মরদেহের সন্ধানে এখনও আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। পুরো শরণার্থী শিবিরটি পুড়িয়ে দেওয়ায় অনেক মানুষ শিবিরে ছেড়ে পালিয়েছে।’
এদিকে বার্তাসংস্থা রয়টার্স এ হামলায় ৪০ জন নিহতের কথা বলছে। তাছাড়া জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে ওই হামলায় নিহতের সংখ্যা ৩৭ জন। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ম্যাথিউ বন্দোবো নামে ক্যথলিক চার্চের একজন ফাদার এ হামলায় নিহত হয়েছেন।
এসএ/এমএস