পরাজয় মেনে নিলেন রাজাপাকসে
শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে। সোমবার রাতে বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেস্তে গেছে। আমি পরাজয় স্বীকার করছি।
এর আগে দেশটির সাবেক এই রাষ্ট্রপতি সোমবারের নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা জানিয়েছিলেন। এএফপিকে তিনি বলেন, নির্বাচনে আমি পরাজয় স্বীকার করেছি। তবে লড়াই করে হেরেছেন বলে মন্তব্য করেন রাজাপাকসে।
দেশটির পার্লামেন্টে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগেই নিজ দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স`র (ইউপিএফএ) পরাজয় মেনে নিলেন রাজাপাকসে।
শ্রীলঙ্কায় সোমবার পার্লামেন্ট নির্বাচন ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে রাজপাকসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি এবং বিদায়ী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ নেতৃত্বাধীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির।
প্রাথমিক ভোট গণনায় দেখা গেছে, পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির নির্বাচন কমিশন মঙ্গলবার দুপুরের দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।
এসআইএস/পিআর