ইন্দোনেশিয়ার বিমান বিধ্বস্ত : আরোহীদের লাশের সন্ধান মিলেছে
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ট্রিগানা এয়ারের বিধ্বস্ত বিমানের ৫৪ আরোহীর সবাই মারা গেছেন। মঙ্গলবার বিমানটির সব আরোহীর লাশের সন্ধান ধ্বংসাবশেষের কাছে পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অনুসন্ধান এবং উদ্ধারকারী দলের প্রধান কর্মকর্তা বামব্যাং সোলিস্টিও জানান, উদ্ধারকারী দলের সদস্যরা বিমানটির ধ্বংসস্থলের কাছে পৌঁছেছে। তিনি বলেন, ট্রিগানা এয়ারের বিমানটি সম্পূর্ণ ধ্ববংস হয়ে গেছে।
এর আগে রোববার অভ্যন্তরীন রুটে চলাচলকারী ট্রিগানা এয়ারের বিমানটি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এতে ৪৯জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। এরপর আজ (মঙ্গলবার) বিমানটির সব আরোহীর নিহত হওয়ার খবর নিশ্চিত করলেন কর্মকর্তারা।
এদিকে, খারাপ আবহাওয়ার কারণে লাশ উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন, ত্রিগানা এয়ার সার্ভিসের কর্মকর্তা বেনি সুমারিয়াতো।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা