ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তেল উত্তোলন কমাচ্ছে সৌদি, ট্রাম্পের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৮

সৌদি আরবের তেল উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেলের দাম কমিয়ে রাখার স্বার্থে তেল উত্তোলন ঠিক রাখার অনুরোধ জানিয়েছেন।

সোমবার ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, আশা করা যায় সৌদি আরব এবং ওপেক তেল উত্তোলন কমাবে না। সরবরাহের ওপর ভিত্তি করে তেলের দাম অনেক বেশি কমিয়ে রাখতে হবে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ আল-ফালিহ ঘোষণা দিয়েছেন যে, তার দেশ আগামী মাস থেকে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে। এর একদিন পর প্রেসিডেন্ট ট্রাম্প তেল উত্তোলন ঠিক রাখার অনুরোধ জানান।

আরও পড়ুন : আমিরাতে ছয় মাস মেয়াদী ভিসাকে অবৈধ ঘোষণা

বাজারে ভারসাম্য আনার জন্য ওপেকের অন্য দেশগুলোও আগামী বছর থেকে তেল সরবরাহ কমাবে বলে সৌদি মন্ত্রী আশাপ্রকাশ করেছেন।

তিনি বলেন, বাজারে ভারসাম্য আনার জন্য যা করা দরকার তা করতে হবে। এজন্য ওপেকভুক্ত সব দেশের মধ্যে ঐক্যমত তৈরি হওয়া দরকার। তাতে যদি প্রতিদিন দশ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করতে হয় আমরা তাই করব।

বিশ্বের দ্বিতীয় প্রধান তেল রফতানিকারক দেশ রাশিয়া সৌদি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পার্সট্যুডে।

এসঅাইএস/এমএস

আরও পড়ুন