বৃহস্পতিবার আঘাত হানতে পারে ‘গাজা’
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গাজা’ ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। দেশটির আবহাওয়া অফিস বলছে, নাগাপাত্তিনামের উত্তরপূর্বে ৬৫০ কিলোমিটারের মধ্যে রয়েছে, যা বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ভূখণ্ডে আঘাত হানতে পারে।
শুধু তামিলনাড়ু নয়, প্রতিবেশী পুদুচেরিতেও আছড়ে পড়তে পারে ‘গাজা’। তবে ঘূর্ণিঝড় ‘গাজা’র পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে প্রশাসন। কলকাতা২৪-এর এক খবরে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় ৩০ হাজার ৫শ’ জনের উদ্ধারকারী দল তৈরি রাখা হয়েছে।
দেশটির আবহাওয়া অফিস বলছে, নাগাপাত্তিনামের উত্তরপূর্বে ৬৫০ কিলোমিটারের মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় ‘গাজা’। আজ বুধবার থেকে বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় পর্যটক থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘গাজা’র কারণে তামিলনাড়ু ও কেরল সরকারকে সতর্ক করে হয়েছে। বলা হয়েছে, সাইক্লোনের সময় বাঁধগুলোর দিকে বিশেষ নজরে রাখতে হবে। একই সঙ্গে তামিলনাড়ু উপকূলে জারি করা হয়েছে হাই এলার্ট।
আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার