সংবাদ উপস্থাপনায় রোবট আনলো চীন
প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট দিয়ে সংবাদ পড়ানো হলো চীনে। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াংকে অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়ার সংবাদ পাঠক হিসেবে দেখা যায় অবিকল মানুষের মতো দেখতে একটি রোবটকে।
প্রতিবেদন অনুযায়ী, এ ওয়ান প্রযুক্তিতে পুরুষ চেহারার আদলে তৈরি ওই রোবটটির বাচন ও শারীরিক অঙ্গভঙ্গি এবং প্রতিক্রিয়া দেখানোর ধরন অবিকল মানুষের মতো। লাইভ ব্রডকাস্টিং ভিডিওর মাধ্যমে রোবটটিকে সংবাদ উপস্থাপনার বিষয়টি শেখানো হয়। সংবাদ উপস্থাপনের সময় দেখা যায়, রোবটটি খুব স্বাভাবিক আচরণের মাধ্যমে একজন পেশাদার সংবাদ পাঠক বা উপস্থাপকের মতোই সংবাদ পড়ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া ও সার্চ ইঞ্জিন কোম্পানি সোগুও ডট কম যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটটি বাজারে এনেছে। সম্প্রতি শহর আলোকিত করতে কৃত্রিম চাঁদ তৈরির ঘোষণা দিয়েছে চীন। হয়তো আর অল্প কিছুদিনের মধ্যেই সফলভাবে কৃত্রিম চাঁদ উৎক্ষেপণ করবে দেশটি।
সিনহুয়ার প্রতিবেদন অনুয়ায়ী রোবটটিকে তাদের রিপোর্টিং টিমের মধ্যেই অন্তর্ভূক্ত করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটসহ অন্যান্য সামাজিক যোগযোগ প্লাটফর্মে টানা ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম ওই রোবট। সিনহুয়া বলছে, এর মাধ্যম তাদের সংবাদ উৎপাদন ব্যয় ও কাজের দক্ষতার উন্নতি ঘটবে।
এসএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার