ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অবরুদ্ধ গাজায় দেড় মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১০ নভেম্বর ২০১৮

অধিকৃত গাজা উপত্যকায় বসবাসরত হাজার হাজার দরিদ্র পরিবারের সহায়তায় এগিয়ে এল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। অধিকৃত গাজায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ আল এমাদি বলেছেন, আগামী ছয় মাসের জন্য উপত্যকার দরিদ্র পরিবারের সদস্যদের ১৫ লাখ ডলার (বাংলাদেশি প্রায় ১২ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা) সহায়তা দেবে তার দেশ।

শনিবার মিসরের সংবাদ মাধ্যম আল-ওয়াতানের এক প্রতিবেদনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মোহাম্মদ আল এমাদি বলেন, এছাড়াও অবরুদ্ধ গাজায় বৈদ্যুতিক প্ল্যান্টের জ্বালানি ব্যয় বাবদ প্রত্যেক মাসে ১০ লাখ ডলার পরিশোধ করবে কাতার।

‘আমরা গাজার সাগর ও বিদ্যুৎ সঙ্কটের পাশাপাশি অন্যান্য সঙ্কট মোকাবেলায় ইসরায়েলিদের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছিলাম।’

তিনি আরো বলেন, গাজা উপত্যকায় দেয়া কাতারের এই অর্থ সহায়তায় জাতিসংঘের কোনো ভূমিকা নেই। পুরো অর্থ কাতার সমন্বয়ের মাধ্যমে দিচ্ছে বলে উল্লেখ করেন এমাদি। বৃহস্পতিবার অবরুদ্ধ গাজা উপত্যকা সফরে যান কাতারের এই রাষ্ট্রদূত।

এসআইএস/পিআর

আরও পড়ুন