ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রেক্সিট ইস্যু: মন্ত্রিত্ব ছাড়লেন বরিস জনসনের ভাই

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩০ এএম, ১০ নভেম্বর ২০১৮

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মের সঙ্গে মতবিরোধের জেরে দেশটির পরিবহনমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জো জনসন। এর আগে একই কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তার বড় ভাই ও সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার জো জনসন পদত্যাগের ঘোষণা দিয়ে দেশটির জনগণকে ব্রেক্সিট ইস্যুতে স্পষ্ট কিছু বলার আহ্বান জানান। পদত্যাগের পর এক টুইট বার্তায় তিনি বলেন, ‘অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি।’

জো জনসন টেরেসা মের ব্রেক্সিট সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্যের এটাই সবচেয়ে বড় সংকট। তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা করা যেত বলে জানান।

টেরেসা মের সঙ্গে মতবিরোধের কারণে চলতি বছরের জুলাইয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন ব্রেক্সিটের অন্যতম নেতা ও তার বড় ভাই বরিস জনসন। এছাড়াও বরিস জনসনের সঙ্গে ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করেছিলেন দেশটির সাবেক ব্রেক্সিট-বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস।

এসএ/এমএস

আরও পড়ুন