ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মুজাফফরনগরের নাম বদল চান বিজেপি বিধায়ক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০০ এএম, ১০ নভেম্বর ২০১৮

নাম বদলের হিড়িক পড়েছে ভারতে। একে একে বদলে যাচ্ছে দেশটির বড় বড় শহরের প্রাচীন সব নাম। তালিকায় প্রথম ছিল এলাহাবাদ শহর। এরপর ফৈজাবাদ পালটে অযোধ্যা করার ঘোষণা দেয়া হয়।

এবার নাম বদলের তালিকায় পড়তে যাচ্ছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগর। এই শহরের নাম বদলের প্রস্তাব দিয়েছেন বিজেপির এক বিধায়ক।

উত্তরপ্রদেশের বিধায়ক সঙ্গীত সোম বলেছেন, মুজাফফরনগরের নাম পরিবর্তন করে লক্ষ্মীনগর করা উচিত।

সংবাদসংস্থা এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে সোম বলেন, মুজাফফরনগর নাম রেখেছিলেন মুঘল সম্রাট মুজাফফর আলি। বহু যুগ ধরেই এই নামই রয়েছে। মানুষ এবার নাম পরিবর্তনের দাবি করছেন। নাম পাল্টে লক্ষ্মীনগর রাখতে হবে।

তিনি আরও বলেন, হিন্দু সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করেছিলেন মুঘলরা। বিশেষত হিন্দুত্ব ধ্বংসের। নিজেদের সংস্কৃতি বাঁচানোর লক্ষ্যে এগুচ্ছে বিজেপি।

এদিকে হায়দরাবাদ শহরের নাম পরিবর্তন করেও ভাগ্যনগর করার দাবি তুলেছেন তেলেঙ্গানার এক বিজেপি বিধায়ক। তার দাবি, ১৫৯০ খ্রিস্টাব্দে কুতুব শাহ ভাগ্যনগরের নাম পালটে হায়দরাবাদ করেছিলেন।

বিএ/এমএস

আরও পড়ুন