ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তিয়ানজিন বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৭ আগস্ট ২০১৫

চীনের তিয়ানজিনে রাসায়নিক দ্রব্যের গুদামে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। বুধবার রাতের ওই বিস্ফোরণে অন্তত ১৭ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসির।

তিয়ানজিন শহরের একটি হোটেলে কর্মকর্তাদের এক সংবাদ সম্মেলন চলার সময় হোটেলের বাইরে জড়ো হয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেন এসব বাড়ির মালিকেরা। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন।

ক্ষতিগ্রস্তরা বলছেন, আবাসিক এলাকার খুব কাছে অবৈধভাবে রাসায়নিক পদার্থ রাখার ওই গুদামটি বানানো হয়েছিল। ভয়াবহ এই বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১১৪ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া নিখোঁজ রয়েছে ৭০ জন।

এসআইএস/আরআইপি