ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভাল্লুক ছানার ভাইরাল এই ভিডিওটি কী শেখাল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৭ নভেম্বর ২০১৮

বরফে ঢাকা পাহাড়ের ঢাল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে মা ভাল্লুক ও তার ছানা। একসঙ্গে উঠতে উঠতে মা ভাল্লকটি পাহাড়ের চূড়ায় উঠে যায়। এ সময় ছানাটি কিছুদূর পিছিয়ে ছিল, শীর্ষ চূড়ায় পৌঁছে গিয়েছিল প্রায়। ঠিক এই সময় আচমকা পা পিছলে নিচে পড়ে যায় ছানাটি। মা তখনও ওপরে দাঁড়িয়ে। ভেবে পাচ্ছে না কীভাবে উদ্ধার করা সম্ভব তার বাচ্চাকে। কারণ বরফে ঢাকা ঢালু পথে নামা যতটা সহজ, উপরে ওঠা ততটাই কঠিন।

পরিস্থিতি ততক্ষণে বুঝে গিয়েছে বাচ্চাটিও। অগত্যা একাই ওঠার চেষ্টা করে সে। বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, দৃশ্যটি রাশিয়ার এক পাহাড় থেকে নেয়া। গত ১৯ জুন এটি ক্যামেরাবন্দি করেন স্কটিশ স্টর্ম হান্টলে। প্রথমে এটি ইউটিউবে শেয়ার করা হয়। পরে এটি ফেসবুক, টুইটারে পোস্ট করেন রয়েল কানাডিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটির সদস্য জিয়া টং। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর মুহূর্তে এর ভিউয়ার সংখ্যা লাখ ছাড়িয়ে যায়।

ভিডিওটি ঘিরে এখন আলোচনা-সমালোচনা তুঙ্গে। অনেকে ভিডিওটিকে নেতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ায় বন্যপ্রাণিকে নিয়ে কৌতুক করা হয়েছে। টুইটারে একজন লিখেছেন-‘যেখানে বাচ্চা শাবক মায়ের সঙ্গে বেঁচে থাকার সংগ্রাম করতে শিখছে, তখন এটা ক্যামরোবন্দি করার কী দরকার ছিল? এটা স্বাভাবিক, তারাতো এভাবেই বেঁচে থাকতে শিখছে।’

তবে সমালোচনার চেয়ে প্রশংসা করেছেন অনেকে। টুইটারে একজন লিখেছেন-‘মা ভাল্লুক থেকে বাবা-মায়ের শেখার আছে। কিছু কিছু সময় সন্তানদের তাদের মতো করে কিছু করতে দিতে হই, যদিও তারা এক্ষেত্রে হোচট খাবে এবং সংগ্রাম করবে।’

আরেকজন লিখেছেন-‘ভাল্লুক শাবক থেকে আমরা শিক্ষা নিতে পারি। আর শিক্ষাটি হলো-সামনে অগ্রসর হও, আশা ছেড়ো না।’ ভারতীয় ধনকুবের ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্র লিখেছেন-‘যদি আমি ভুল না ভেবে থাকি, তাহলে আমার ধারণা, মা ভাল্লুক ইচ্ছা করে তার শাবককে এভাবে ছেড়ে দিয়েছে, যাতে করে শাবকটি নিজে থেকেই বারবার চেষ্টা করে। তার মধ্যে প্রবল ইচ্ছাশক্তি তৈরি করাই মা ভাল্লুকের উদ্দেশ্য।’

ভিডিও ক্লিপটিকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে এই ধনকুবের আরও লিখেছেন-‘শাবকটি শেখাচ্ছে : আশা ছেড়ে দিও না। আমি চলতি সপ্তাহ থেকেই এখন নীতিবাক্যটি চর্চা করবো। প্রতি সপ্তাহেই করবো।’

এসআর/পিআর

আরও পড়ুন