ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গাড়ির ওপর লরি উঠে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৫ নভেম্বর ২০১৮

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে একটি টোল স্টেশনে গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার গানসু প্রদেশের রাজধানী লাঝৌতে একটি টোল স্টেশনে দাঁড়িয়ে থাকা অপেক্ষমান গাড়ি বহরের ওপর লরিটি উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৪ জন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হচ্ছে, চালক জানিয়েছেন পাহাড় থেকে নেমে টোল স্টেশনের পথে আসার সময় ব্রেক ফেল হলে তিনি লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ৩১টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিংয়ে চলন্ত বাসে চালক-যাত্রীর মারামারিতে ১৫ জন প্রাণ হারিয়েছেন। বাসটি সেতুর ওপর থাকার সময় চালকের সঙ্গে এক নারীর বাক-বিতন্ডা  ও মারামারির জেরে এ দুর্ঘটনা ঘটে।

এসএ/পিআর

আরও পড়ুন