চলন্ত বাসে চালক-যাত্রীর মারামারিতে প্রাণ গেল ১৫ জনের
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিংয়ে সেতুর রেলিং ভেঙ্গে চলন্ত একটি বাস পানিতে পড়ে বাসটিতে থাকা ১৫ জন যাত্রীই নিহত হয়েছেন। সেতুর ওপর থাকার সময় বাসটির চালকের সঙ্গে এক নারীর বাক-বিতন্ডা ও মারামারির জেরে এ দুর্ঘটনা ঘটেছে।
বাসটির ব্ল্যাক-বক্স রেকর্ডিং ডিভাইস ও সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রোববার বাসটিতে করে যাওয়ার সময় ওই নারী তার গন্তব্যে নামতে ব্যর্থ হওয়ায় চালককে তাৎক্ষণিক গাড়ি থামাতে বলেন। কিন্তু চালক বাস থামাতে রাজি না হওয়ায় রেগে গিয়ে চালকের মাথায় আঘাত করেন তিনি। চালকও একহাতে স্টিয়ারিং ধরে ওই নারীকে পাল্টা আঘাত করেন।
এরই এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ১৫ জন যাত্রী নিয়ে সেতু ভেঙ্গে নদীতে পড়ে যায়। উদ্ধারকর্মীরা বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাসটি নদী থেকে তুলে আনেন। বাসটির ভেতর থেকে উদ্ধার করা ব্ল্যাক-বক্স ও রেকর্ডিং ডিভাইসকে সূত্র হিসেবে ব্যবহার করে তদন্ত করে স্থানীয় নিরাপত্তা ব্যুরো।
চীনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বলছেন, বাসটি ছোট এবং নদীর পানির গভীরতা অনেক বেশি হওয়ায় উদ্ধার কাজ পরিচালনা করা খুবই কঠিন ছিল।
অনলাইনে দুর্ঘটনার আগ মুহূর্তের ভিডিওটি প্রকাশের পর চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে আলোচনার ঝড় উঠেছে। দুর্ঘটনার জন্য কেউ কেউ যাত্রীকে আবার কেউ চালককে দায়ী করছেন। যাত্রীরা যেন চালককে বিরক্ত করতে না পারেন যে জন্য আইন করারও পরামর্শ দিয়েছেন অনেকে।
এসএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা