অল্পের জন্য বেঁচে গেলেন ১০৩ যাত্রী
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার ওড়ার কিছুক্ষণ আগেই পানির ট্যাঙ্কার কাতার এয়ারওয়েজের একটি বিমানকে ধাক্কা মারে। এতে বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হেয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর এনডিটিভির
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভোররাত ৩টা ১৫ মিনিটে দোহার উদ্দেশে রওনা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল কাতার এয়ারওয়েজের কিউআর-৫৪০ বিমান। কিন্তু তার ঠিক কয়েক মুহূর্ত আগে একটি পানির ট্যাঙ্কার এসে বিমানটিতে ধাক্কা মারে। এ সময় বিমানে ১০৩ জন যাত্রী, ১২ জন ক্রু ও ২ জন পাইলট ছিলেন।
ট্যাঙ্কারের ধাক্কায় হুমড়ি খেয়ে পড়েন তারা। তবে গুরুতর চোট পাননি কেউ। সকলকে বিমান থেকে নিরাপদে নামিয়ে নিয়ে যাওয়া হয়।
ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারাতেই ট্যাঙ্কারটি বিমানে ধাক্কা মারে। তবে বিষযটি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (ডিজিসিএ)।
এসআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?