ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৮০০ ফুট উঁচু থেকে পড়ে ইঞ্জিনিয়ার দম্পতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৩৮ এএম, ৩১ অক্টোবর ২০১৮

নতুন চাকরি হাতে এসেছিল। সেই চাকরি করবেন বলেও মনস্থির করেছিলেন। কিন্তু তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক পার্কে প্রাণ হারালেন ভারতীয় যুবক বিষ্ণু। শুধু তাই নয় বিষ্ণুর সঙ্গে প্রাণ গেলে তার স্ত্রী মীনাক্ষীরও।

জানা গেছে, পেশায় ইঞ্জিনিয়ার বিষ্ণু তার স্ত্রীকে নিয়ে ক্যালিফোর্নিয়ার একটি ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছিলেন। সেখানকার একটি পয়েন্ট থেকেই দুজনেই পড়ে যান। যে পয়েন্ট থেকে তারা পড়ে যান তার উচ্চতা প্রায় ৮০০ ফুট হওয়ায় প্রাণ হারান দুজনেই। গত সোমবার তাদের মরদেহ চিহ্নিত করেছে পার্ক কর্তৃপক্ষ।

পার্কের মুখপাত্র জেমি রিকার্ডসন জানান, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তারা ওপর থেকে কীভাবে পড়ে গেলেন তা জানার চেষ্টা চলছে। আমরা হয়তো কোনো দিনই এর সঠিক কারণ জানতে পারব না। তবে এটি যে একটি মর্মান্তিক ঘটনা তা বলাই যায়।

vishnu-2

মীনাক্ষীর ফেসবুক থেকে নেয়া

২০১৪ সালে বিষ্ণু ও মীনাক্ষীর বিয়ে হয়। দুজনেই পেশায় ইঞ্জিনিয়ার। তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা গেছে- তারা দুজনেই চেনাগান্নুর নামে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তণ শিক্ষার্থী ছিলেন।

অন্যদিকে রাজা কাট্টা নামের নিউইয়র্কের এক বাসিন্দা জানান, মীনাক্ষী ও বিষ্ণু ক্যালিফোর্নিয়া ছাড়ার কথা ভাবছিলেন। নতুন চাকরির প্রস্তাবও পেয়েছিলেন বিষ্ণু।

সূত্র : এনডিটিভি

এমবিআর/পিআর

আরও পড়ুন