ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ এএম, ৩০ অক্টোবর ২০১৮

নিউজিল্যান্ডে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এ ঘটনায় বাড়তি সর্তকতা হিসেবে পার্লামেন্টের অধিবেশন সাময়িকভাবে স্থগিত করেছে দেশটি। নিউজিল্যান্ডের স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ১৩ মিনিটে উত্তর দ্বীপ অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির নিউ প্লাইমাউথ শহরের ৪৮ মাইল দূরে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, ১৪১ মাইল গভীরে ভূমিকম্প আঘাত হানে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ১০ মিনিট ধরে ভূমিকম্প অনুভূতি হয়। প্রায় নয় হাজার বাসিন্দা ভূমিকম্পের বিষয়টি টের পেয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামিরও খবর পাওয়া যায়নি।

এতে আরও বলা হয়, যদিও ভূমিকম্পটি খুব শক্তিশালী ছিল, তবে বেশি গভীরে আঘাত হানায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সাধারণত ভূমিকম্প বেশি গভীরে আঘাত করলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়।

এসআর/জেআইএম

আরও পড়ুন