২০২২ সালে মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান
চীনের সহায়তায় ২০২২ সালে প্রথমবারের মতো মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান। প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের প্রথম বেইজিং সফরের প্রাক্কালে বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি। এর আগে ২০২২ সালেই মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছিল ভারত।
২০২২ সালে পাকিস্তানের প্রথম মহাকাশ অভিযানের পরিকল্পনা করা হয়েছে। ইমরানের নেতৃত্বে ফেডারেল ক্যাবিনেটের বৈঠকে এর অনুমোদিন দেয়া হয়েছে। তথ্যমন্ত্রী বলেছেন, পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন ও একটি চীনা কোম্পানির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চলতি বছর চীনা উত্ক্ষেপণ যানের মাধ্যমে দু'টি দেশীয় প্রযুক্তিতে নির্মিত উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান।
আগামী ৩ নভেম্বর চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি খেক্যিয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বরাবরের বন্ধু চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে যাচ্ছেন ইমরান। দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়া এমনিতেই চাঙ্গা। চীনা সামরিক যন্ত্রাংশের বড় ক্রেতাদের অন্যতম পাকিস্তান।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা