চীনে কারখানায় বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ১১২
চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
বুধবারের ওই বিস্ফোরণে কমপক্ষে ৭ শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে ৭০ জনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে ২৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনাস্থলে এখনও অন্তত ৯৫ জন নিখোঁজ রয়েছেন, যাদের ৮৫ জনই দমকলকর্মী।
আবারও বিস্ফোরণ হতে পারে এমন শঙ্কা মাথায় রেখে ঘটনাস্থলের আশপাশের তিন কিলোমিটার এলাকা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
দেশটির সামরিক বাহিনীর রাসায়নিক বিশেষজ্ঞরা বিস্ফোরণস্থলের বিষাক্ত গ্যাসের মাত্রা পরীক্ষা করে দেখছেন। এছাড়া বিস্ফোরণের কারণ এখনো অনুসন্ধান করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রুইহাই লজিস্টিকস নামের ওই কোম্পানিটির বিরুদ্ধে নিরাপত্তা অাইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ওই কোম্পানির ব্যাবস্থাপককে আটক করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
এআরএস/এমএস